E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হালুয়াঘাটে ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী আটক

২০১৪ জুন ০৮ ০৮:১৭:৫৭
হালুয়াঘাটে ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী আটক

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে শনিবার দিনগত রাত ১ টার দিকে ৫০ পিস ইয়াবাসহ সাগর (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার গরুহাটা বাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিকে তাকে ছাড়িয়ে নিতে তাঁর সমর্থকরা ও স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খানের লোকজন থানায় হামলার চেষ্টা চালায় এবং উপজেলার থানা রোড এলাকায় ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

হালুয়াঘাট থানা পুলিশ সূত্র জানায়, আটককৃত সাগরের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। তিনি নিজেও একজন ইয়াবাসেবী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত ১ টার দিকে অভিযান চালিয়ে মোটর সাইকেলে বসে ইয়াবা সেবনরত অবস্থায় পুলিশ তাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, ছাত্রলীগ নামধারী এ কর্মীকে আটকের পর স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান তাকে ছাড়িয়ে নিতে অনুরোধ জানালে তা নাকচ করে দেওয়া হয়। এ ঘটনায় তার সমর্থিত লোকজন উপজেলার থানা রোড এলাকায় ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

(ওএস/জেএ/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test