E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে পিকআপ চালকের লাশ উদ্ধার

২০১৪ জুন ০৫ ২১:০১:৫০
ময়মনসিংহে পিকআপ চালকের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার রওয়াবন্ধ (বনগাঁ) বটখালি বিলের খাল থেকে বৃহস্পতিবার  সকালে জহির খাঁ (২২) নামে এক পিকআপ চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চাঁদপুর জেলার মধ্যইচুলি গ্রামের জাহাঙ্গীর খাঁ’র পুত্র জহির ঢাকার তেজগাঁওয়ে বেগুনবাড়ি এলাকায় থেকে পিকপাক চালাত। জহিরের পিতা পুলিশকে জানায়, জনৈক ব্যক্তি তাকে পিকআপ ভাড়ার কথা বলে ফুলপুরে নিয়ে আসে।
জহিরের পেটে ও গলায় ছুরিঘাতের চিহ্ন রয়েছে।

পুুলিশের ধারণা তাকে মঙ্গলবার রাতে এখানে এনে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, জহিরের পিকআপটি ঘটনাস্থরের আদূরে পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় আনা হয়েছে।

(এসআইএম/অ/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test