E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২০১৬ এপ্রিল ১৮ ১৩:৫৬:৪৯
রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনসের আলী (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের চর বামন গ্রামের বাসিন্দা মৃত ছোরমান পাগলার ছেলে মনসের আলীসহ একদল গরু ব্যবসায়ী ভারতীয় গরু আনতে যায়। মধ্যরাতে শৌলমারী ইউনিয়নের বেহুলার চর সীমান্তে পিলার নং ১০৬১ দিয়ে গরু পার করে আনার সময় ভারতের ঝালোর চর ক্যাম্পের ৫৭ বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মনসের আলী নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেহুলার চর বিজিবি ক্যাম্প সুবেদার নাছিমুল হক গণি জানান, সীমান্তে বিএসএফ গুলি বষর্ণ করেছে। এতে ঘটনাস্থলেই মনসের আলী নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এজন্য আমরা বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছি।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাদেকুল ইসলাম জানান, রাতেই একটি মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আমরা সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদরে মর্গে পাঠিয়েছি।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test