E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা

২০১৬ মার্চ ২২ ১২:০০:৩০
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম কুড়িগ্রাম পৌরসভার গাড়িয়ালপাড়ায় হোসেন আলী (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মুক্তিযোদ্ধা হোসেন আলী প্রতিদিনের ন্যায় বাড়ির সামনে আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাকা রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে তিনজনের মধ্যে দুজন আকস্মিকভাবে নেমে তাঁকে গলা কেটে হত্যা করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ সময় কলেজপাড়ার তালতলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিবের বাড়ির গেইটের সামনে আরো একটি ককটেল বিস্ফোরণের চেষ্টা করা হয় বলে সূত্র জানায়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে উগ্রপন্থী নাকি শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে- তা আমরা খতিয়ে দেখছি।"


(ওএস/এসসি/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test