E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ১৩:২০:২৬
যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :আশুগঞ্জ সার কারখানা থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ক্রটির কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যহত হবে।

মঙ্গলবার সকাল থেকে কারখানার সিঙ্গেস কমপ্রেসারের ব্রয়লারে ত্রুটি দেখা দেয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, আজ মঙ্গলবার সকালে কারখানার সিঙ্গেস কম্প্রেসারের বয়লারের পাইপ লিকেজ হয়ে যায়। এতে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে।

তবে কখন থেকে সার উৎপাদন করা সম্ভব হবে তা নিশ্চিত বলতে পারেন নি তিনি।

চলতি অর্থবছরে কারখানার আড়াই লাখ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বিসিআইসি।



(ওএস/এস/ফেব্রুয়ারি২৩,২০১৬)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test