E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নাটোরে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা

২০১৪ মে ৩০ ১৮:১১:০৫
নাটোরে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা

নাটোর প্রতিনিধি : শুক্রবার নাটোরের আগদিঘা খাঁ কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়। প্রত্যাশা যুব সংঘ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এই সংর্বধনার আয়োজন করে। 

নাটোর সদর উপজেলার আগদিঘা খাঁ পাড়া গ্রামের একটি আমবাগানে এই সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক নবীউর রহমান পিপলু ওই গ্রামের ১৭ কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরন করেন। সংগঠনের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার প্রবীন শিক্ষক মুনির উদ্দিন, গ্রাম প্রধান কাইয়ুম খান,সাংবাদিক জালাল উদ্দিন, দুলাল সরকার, সংগঠনের সদস্য সচিব ডা. মহিবুল ইসলাম,ওমর ফারুক, দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষাথী রফিকুল ইসলাম, কৃতি শিক্ষার্থী আঁখি খাতুন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয়ভারে গড়ে ওঠা প্রত্যাশা যুব সংঘ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ছয় বছর ধরে আগদিঘা খাঁ পাড়া গ্রামের শিক্ষার্থীদের বিনামুল্যে শিক্ষাসহ নিরক্ষরদের অক্ষর দান করে আসছে।
(এমআর/এএস/মে ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test