E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ৩ ঘণ্টা ধরে চলছে সংঘর্ষ

২০১৬ জানুয়ারি ১১ ২৩:০৯:৫৩
রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ৩ ঘণ্টা ধরে চলছে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলছে। শহরের টিএ রোডে মাদ্রাসা ছাত্রদের ইটপাটকেল, ছাত্রলীগ নেতাদের হামলা ও পুলিশের রাবার বুলেট ছোঁড়ার শব্দে প্রকম্পিত হয়ে উঠছে শহর। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য, সাংবাদিকসহ অন্তত ৩০ জনেরও বেশি অাহত হয়েছে।

বিকেলে জেলা পরিষদ মার্কেট থেকে মোবাইল ফোন কেনা নিয়ে তর্কের জের ধরে মাদ্রাসা শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে ছাত্রলীগ কর্মীরা মাদ্রাসার শিক্ষার্থীদের ধাওয়া করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এসময় মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটতে থাকে।

সংঘর্ষ চলাকালে শহরের টিএ রোড, কান্দিপাড়া মাদ্রাসা রোডের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। অাতঙ্কে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় মাদ্রাসা রোডের অন্তত ৮-১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কান্দিপাড়া এলাকার একদিকে অবস্থান নিয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীরা অপরদিকে দূরে অবস্থান নিয়ে রাস্তার কয়েক জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। অন্যদিকে, মাঝামাঝি সড়কে অবস্থান নিয়ে আছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলেছ ।

(ওএস/এস/জানুয়ারি১১,২০১৬)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test