E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নাসিরনগরে নদীতে জেলের সলিল সমাধি

২০১৬ জানুয়ারি ০৭ ১২:০৬:১৩
নাসিরনগরে নদীতে জেলের সলিল সমাধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত ৬ জানুয়ারী বুধবার কুয়াশাচ্ছন্ন ভোরে মালবাহী নৌকার সংঘর্ষে মেঘনা নদীতে এক জেলের সলিল সমাধি ঘটে।

প্রতিবেশী আজিজুল হক ও এলাকাবাসী জানায়, নিত্যদিনের মত চাতলপাড়ের জয় নগর হাটির দাস পাড়ার হিরু দাস (২৮) সহকর্মী আরো দুইজনকে নিয়ে বুধবার ভোর ৪ টায় পার্শ্ববর্তী মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কুয়াশচ্ছন্ন ভোরে বের জাল টানার সময় হঠাৎ পিছন দিক থেকে আশা মালবাহী নৌকার সংঘর্ষে ছোট কোষা নৌকাটি মেঘনা নদীতে নিমজ্জিত হয়ে যায়। এতে অন্য দুজন প্রাণে বেঁচে গেলেও দু-সন্তানের জনক জেলে হিরু দাস (২৮) এর নদীতে সলিল সমাধী ঘটে।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শেখ আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(এএ/এইচআর/জানুয়ারি ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test