E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে সম্মানজনক প্রতীক বরাদ্দের দাবিতে স্মারকলিপি

২০১৫ ডিসেম্বর ০৮ ১৩:৩৭:০০
কুড়িগ্রামে সম্মানজনক প্রতীক বরাদ্দের দাবিতে স্মারকলিপি

কুড়িগ্রাম প্রতিনিধি : পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী প্রার্থীদের ‘অবমাননাকর’ প্রতীক বরাদ্দের প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের নেতারা।

সম্মানজনক প্রতীক বরাদ্দের দাবিতে মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের কাছে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রওশন আরা চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, মমতাজ আরা চৌধুরী শিল্পী, নাসরিন বেগম প্রমুখ।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জন্য চুড়ি, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, পুতুল, চকলেট, হারমোনিয়াম, গ্যাসের চুলা, মৌমাছি ও আঙ্গুর প্রতীক বরাদ্দ করে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test