E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

২০১৫ ডিসেম্বর ০৮ ১২:১৫:৩৭
রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীর বকবান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের রায়কে অবজ্ঞা করে স্কুলের পরিচালনা কমিটি গঠন, ভুয়া শিক্ষক নিয়োগ, উপবৃত্তির টাকা আত্মসাৎ ও সীমাহীন অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর অঞ্চলের উপপরিচালক মো. হানিফ সরকার বকবান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সরজমিনে তদন্ত করেন।

এর আগে বকবান্দা এলাকার শিক্ষার্থী অভিভাবক শিক্ষা মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করলে মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারি সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত এক আদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর অঞ্চলের উপপরিচালককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে তদন্ত করে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।

অভিযোগ পাওয়া গেছে, ওই প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-৪ আসন) রুহুল আমিন তদন্তের সময়ে স্কুলে উপস্থিত হয়ে তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টা করেন। এক পর্যায়ে এমপি ঘটনাটি মিমাংশার অপচেষ্টা করে প্রধান শিক্ষককে বাঁচানোর চেষ্টা চালায়।

তবে সংসদ সদস্য রুহুল আমিন ওই অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বলেছি প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে এক হতে বলেছি।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা আবু হানিফ সাংবাদিকদের জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমি সে অনুপাতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করবো।

উল্লেখ্য, বিজ্ঞ আদালতের রায়কে অবজ্ঞা করে অনিয়মের মাধ্যমে ওই স্কুলের প্রধান শিক্ষক পরিচালনা কমিটি গঠন করে। এর পর অর্থের বিনিময়ে গোপনে কয়েকজন শিক্ষক নিয়োগ করেন। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে। এলাকার শিক্ষার্থী অভিভাবক, দাতা সদস্য ওইসব অভিযোগ লিখিত ভাবে শিক্ষা মন্ত্রাণালয়ে দায়ের করেন।

(এসএইচএস/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test