E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬ দফা দাবিতে সোনাইমুড়ী উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

২০১৫ অক্টোবর ২৯ ১৫:০১:২৫
৬ দফা দাবিতে সোনাইমুড়ী উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন ভাতা বিলে ইউ.এন.ওর কতৃত্ব বাতিল, চাকুরি বর্হিভূত সকল ধরনের প্রেশন বাতিল, বেতন স্কেল সিলেকসন গ্রেড ও টাইম স্কেল পূর্নবহাল, আন্ত ক্যাডার ফাংশনাল সার্ভিসের পদোন্নতির সমান সুযোগের দাবিতে সোনাইমুড়ী উপজেলা কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছে।

প্রকৃত বিসিএস ২৬ ক্যাডার নন-ক্যাডার ও ফাংশনাল সমন্বনয় কমিটি ১৬ টি হস্তারিত বিভাগের কর্মচারি সমন্বয় পরিষদের ব্যানারে গত বুধবার বেলা ১২ টায় সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহন করেন। এসময় মানববন্ধন কারিরা তাদের নেজ্য দাবির প্রতি সম্মান জনিয়ে অনতি বিলম্বে বিধি বর্হিভূত সকল নিয়োম চাপিয়ে দেয়া নীতি প্রত্যারের দাবি জানায়।

এসময় বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা এল.জি.ইডি প্রকৌশলী আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা শহিদ উল্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নন্দ দুলাল টিকাদার, ডাক্তার মোহা: খালেদ আবাশীক মেডিকেল অফিসার সোনাইমুড়ী উপজেলা কম্পে­ক্স, সমাজসেবা কর্মকর্তা, গজি মোহা: আনোয়ার হোসেন উপজেলা প্রথমীক শিক্ষা কর্মকর্তা, পবিবার পরিকল্পনা মাহমুদুল হাসান কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, মোস্তফা হোসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নির্বাাচন কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী, বি.আর.ডি.বি কর্মকর্তা রৌশন আরা, যুবউন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ। মানববন্ধনকারীরা জানায়, সরকার অনতী বিলম্বে অনৈতিক সিন্ধান্ত থেকে সরে না এলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

(এনএইচ/এএস/অক্টোবর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test