E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

২০১৫ অক্টোবর ২৬ ১৪:১৩:৩৭
নোয়াখালীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সফি উল্লাহর ছেলে জাবেদ (২৮), শেখ আহম্মদের ছেলে রফিক উল্লাহ (৩১) ও আবদুর রাজ্জাকের ছেলে বাবুল (২৪)।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে নতুন বাজার এলাকার সৌদি প্রবাসী মোশারফ হোসেনের একটি ভবনের পুনর্নির্মাণের কাজ চলছে। ভবনটির পুরনো সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ নেন ওই তিন শ্রমিক। সকালে কাজে এসে প্রথমে দুই শ্রমিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন।

দীর্ঘসময় তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অপরজনও ট্যাংকের ভেতর নামেন। এরপর তারও কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে সেপটিক ট্যাংক থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। এ অবস্থায় ওই তিনজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test