E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলায় আহত এক ভাংচুর লুটপাট

২০১৫ সেপ্টেম্বর ১৭ ১৭:২৫:৫৭
সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলায় আহত এক ভাংচুর লুটপাট

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সেনাইমুড়ীর মানিক্যনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে কথা কাটা কটির জের ধরে আলুমগীর হোসেন (২২) নামে এক জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় সন্ত্রাসীরা বসত ঘরে হামল করে ব্যাপক ভায়চুর লুটপাট করেছে। আহত আলুমীরকে পুলিশ উদ্ধার করে সোনাইমুড়ী উপেেজলা স্বাস্থ্য কম্পে­ক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায় উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগর গ্রামের আসলাম হাজ্বী বাড়ির ছায়েদুল হকের পুত্র হারিুন (২২) এর সাথে পার্শবর্তী নাওড়ী গ্রামের ওমর ফারুকের (২৪) এর সাথে কথা কাটাকাটি হয়। এঘটনার জের ধরে বেলা ১২ টার দিকে ওমর ফারুকের ২০/৩০ জনের একদল সন্ত্রাসী নিয়ে এসে আসলাম হাজ্বি বাড়ীতে হামলা চালিয়ে ছায়দুল হকের ঘর দরজা আসবাব পত্র ভাচুর করে ব্যপক লুটপাট চালায়। সংবাদ পেয়ে সোনাইমুড়ী থানার উপ-পদির্শক (এস.আই) সাঈদ মিয়ে সঙ্গীও ফোর্স নিয়ে এসে হারুনকে উদ্ধার করে। এবিষয়ে জান্তেচাইলে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এস.আই) সাঈদ মিয়া জানায় মাছ ধরার জাল নিয়ে সংঘর্ষ হয়েছে। তবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম জানায় আমি থানার বাইরে থাকায় এষিয়ে কিছু জানিনা।

(এনএইচ/এসসি/সেপ্টেম্বর১৭,২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test