E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পরিবারের জন্য এনআরবি ব্যাংকের মাসিক ভাতা ঘোষণা

২০১৫ সেপ্টেম্বর ০২ ১১:১৭:২১
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পরিবারের জন্য এনআরবি ব্যাংকের মাসিক ভাতা ঘোষণা

সোনাইমুড়ী (নোয়াখালী)প্রতিনিধি : নোয়াখালীর সোনাইামুড়ী নান্দিয়াপাড়া এনআরবি ব্যাংক শাখা থেকে  বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিননের পুত্র প্রতিবন্ধি শওকত আলীর পরিবারকে মাসিক ৫ হাজার টাকা  ঘোষণা করেছে।

২৭ আগষ্ট বৃহস্পতিবার সোনাইমুড়ীর নান্দিয়া পাড়া বাজারে ব্যাংকের ২৩ তম শাখার উদ্বে্ধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী এ অনুদানের কথা ঘোষণা করার কথা নিশ্চিত করেছে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তি ড. রহিমা খাতুন।

তিনি জানান সম্প্রতি সময়ে ফেইসবুক সহ বিভিন্ন গনমাধ্যমে শহীদ রুহুল পুত্র শওকত আলীর পবিরারের আর্থিক অনটনের কথা প্রকাশীত হলে নিজ উদ্যাগে শহীদ রুহুল আমিন নগরস্থ শওকত আলীর বাড়ীতে গিয়ে তার পরিবার পরিজনের সাধে ব্যক্তি গত সাক্ষাত করেন এবং তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। এসময় শওকত হোসেরন স্ত্রী রাবেয়া আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায় মুক্তিযুদ্ধা কল্যান ট্রাষ্ট হতে এই শহীদ রুহুল আমিন পুত্র শওকত হোসেন পরিবারকে মাসে ৬ হাজার ৯ শত টাকা করে ভাতা প্রদান করা হয়।

তিনি জানায় এই সামান্য টাকায় বর্তমান বাজারে একটি পবিারের জন্য নগন্য। তিন সদস্যের এই পরবারটি চলতে এবং শওকত আলীর একমাত্র কন্যার শিক্ষার ব্যায়ভার মেটাতে অন্তত ১০/১২ হাজার টাকার প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী ও শিল্পপতি মিয়া মুহা: নুর উদ্দিন অবহিত করে পরিবারটিকে সহায়তা করার অনুরুধ জানালে ব্যাংকে পক্ষথেকে শওকত আলীর নামে তাৎক্ষনিক একটি হিসাব নম্বর খুলে তাতে ৫ লক্ষ টাকার একটি এফ.ডি.আর করা হয়। এই এফ.ডি.আর থেকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে তার পরিবার উত্তলোন করে পবিারের আর্থিক ব্যায় ভার পচিালনা করা যাবে বলে শিল্পপতি মিয়া মুহা: নুর উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়।


(এনএইচ/এসসি/সেপ্টেম্বর০২,২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test