E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাইমুড়ীতে বঙ্গবন্ধু'র ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

২০১৫ আগস্ট ২৩ ২২:০৪:৪৬
সোনাইমুড়ীতে বঙ্গবন্ধু'র ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সোনাইমুড়ী (নোয়াখালী)প্রতিনিধি :নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় সোনাইমুড়ী ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমিমুল ইসলাম বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক জাহাঙ্গীর আলম।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুল আজম রিজভী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সামছুজ্জামান মিলন, কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি জসিম উদ্দিন জাহেদী, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মো: মোস্তফা খান, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিরন অর রশিদ, মাষ্টার ইসমাইল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল, মুজাহিদ হোসেন মোজাম্মেল, প্রচার সম্পাদক খোরশেদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক হাফেজ দুলাল।

উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ন আহ্বায়ক নিজাম উদ্দিন সুজন, ফখরুল ইসলাম ফরহাদ, ইয়াছিন ভূঁইয়া, দেলোয়ার হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সুজন, মো: শ্যামল, পৌরসভা যুবলীগ সভাপতি সামছুল আলম দয়াল, সিনিয়র সহ সভপতি মো: মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো: সাহাব উদ্দিন, সাবেক যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন পিন্টু, মো: মহিন, পৌরসভা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি মো: রাসেল পাটোয়ারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা কর্মীদের মধ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

(এনএইচ/এসসি/আগষ্ট২৩,২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test