E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিএনজিচালিত অটোরিকশা ২২টি মহাসড়কে নিষিদ্ধ

২০১৫ আগস্ট ০৭ ১৩:৩০:২০
সিএনজিচালিত অটোরিকশা ২২টি মহাসড়কে নিষিদ্ধ

নোয়াখালী প্রতিনিধি : সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের টেম্পো ও থ্রি হুইলার চলাচল ২২টি জাতীয় মহাসড়কে নিষিদ্ধ থাকছে। নির্দিষ্ট এ ২২টি মহাসড়কের তালিকা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তালিকা সরবারহ করেন তিনি। তালিকার বাইরে থাকা অন্যান্য সব সড়ক-মহাসড়কে এসব যানবাহন চলাচলে পুলিশি বাধাসহ নানা হয়রানি রোধে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এ সময় মন্ত্রী জানান, তালিকার ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশাসহ কোনো ধরনের থ্রি হুইলার চলতে পারবে না। অবিলম্বে এ তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।

তালিকায় থাকা জাতীয় মহাসড়কের কয়েকটি হলো : কাঁচপুর সেতু (ঢাকা) থেকে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত।

কাঁচপুর সেতু (ঢাকা) থেকে ভেলানগর, নরসিংদী, সরাইল, মাধবপুর, মিরপুর ও শেরপুর হয়ে সিলেট বাইবাস পর্যন্ত। জয়দেরপুর থেকে ময়মনসিংহ বাইবাস পর্যন্ত। আমিনবাজার থেকে সাভার ও মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া পর্যন্ত অন্যতম।

(ওএস/এসসি/আগষ্ট০৭,২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test