E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

একরাম হত্যায় জড়িত সন্দেহে আটক ২৩

২০১৪ মে ২১ ১০:০৮:৫৬
একরাম হত্যায় জড়িত সন্দেহে আটক ২৩

ফেনী প্রতিনিধি : ফেনী জেলার ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরামের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একরাম হত্যার ঘটনায় বিএনপি নেতা মহতাব উদ্দিন মিনাজ চৌধুরীকে প্রধান ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।

একরামের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফেনী মডেল থানায় এ মামলা করেন।

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে তার প্রাডো জিপে প্রথমে গুলি করে এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

(ওএস/এইচআর/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test