E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাইমুড়িতে দু’পক্ষের সংঘর্ষে ৩ ভাই নিহত

২০১৫ জুলাই ১৯ ১৮:৩৩:৪৫
সোনাইমুড়িতে দু’পক্ষের সংঘর্ষে ৩ ভাই নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩ ভাই নিহত হয়েছেন। উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজীনগর এলাকায় রবিবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, মো. হারুন (৪০), কামাল উদ্দিন (৩৬) ও মো. বাবলু (৩২)। তারা কাজীনগর গ্রামের মোকছুদ উল্যার ছেলে।

সোনাইমুড়ি থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজী বাড়ির সামনে দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় একপক্ষ আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে তিন ভাই নিহত হন। উভয় পক্ষের পূর্বশত্রুতা ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান ওসি। এ ছাড়া জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীর ঘটনাস্থল এসেছেন।

(ওএস/অ/জুলাই ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test