E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লাকসামের ওসি মনোয়ারের প্রশংসনীয় ভূমিকা

২০১৫ জুলাই ০৫ ১৮:৩৭:৫২
লাকসামের ওসি মনোয়ারের প্রশংসনীয় ভূমিকা

লাকসাম(কুমিল্লা)থেকে চন্দন সাহা:কুমিল্লার লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনোয়ার হোসেন চৌধুরীর  কর্মকান্ড লাকসামের জনসাধারণ ,ব্যবসায়ীসহ সর্বমহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

আর যে কাজের জন্য এই প্রসংশার ফুলঝুড়ি সেই কাজটি হলো লাকসাম শহরের জানজট নিরসন। রমজান শুরুর আগে তিনি শহরের ব্যবসায়ী,পেশাজীবি,গণমাধ্যমকর্মীসহ সকলের সাথে এই যানজট নিরসন,আইনশৃংখলার উন্নতি,ভেজাল খাবার বিক্রি বন্ধ,অবৈধভাবে ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তারই পরিক্রমায় যানজট নিরসনকল্পে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গত ২ জুলাই দুপুরে তিনি নিজে প্রায় দেড় ঘন্টা নোয়াখালী রেলগেইট চত্তরের সড়কে দাঁড়িয়ে থেকে যানজট নিরসন করেন।এর মধ্যে বৃষ্টি নামলে তখনো তিনি ছাতা মাথায় দিয়ে দায়িত্ব পালন করতে কুন্ঠাবোধ করেননি। “সাধারণ জনগণ বলছে ওসি সাহেব প্রায়ই নিজে এসে এ কাজ করে যান”। এছাড়া আইনশৃংখলার পরিস্থিতিও অনেক ভাল রয়েছে বলে জনসাধারণের অভিমত।

অবৈধভাবে ফুটপাত দখলমুক্তকরন,ভেজাল বিরোধী অভিযানেও তিনি সার্বক্ষনিক লাকসাম উপজেলা নির্বাহী কর্মকতাকে (ইএনও) সহযোগীতা করছেন।

তবে সরকারী ট্রাফিক পুলিশ না থকায় ,শুধু পৌরসভার নিজস্ব কমিউনিটি পুলিশ এ যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্বে থাকলেও তেমন কার্যকরী সুফল ব্যবসায়ী কিংবা জনসাধারণ বঞ্চিত।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনোয়ার হোসেন চৌধুরী বলেন,“দেশ ও জনসাধারণের উপকারে আসে এ ধরনের যে কোন কাজকেই আমার দায়িত্ব মনে করি।”

(সিএস/এসসি/জুলাই০৫)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test