E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বোয়ালমারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বাতিল

২০১৫ জুন ০৭ ১৬:২৪:৪৭
বোয়ালমারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বাতিল

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বোয়ালমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. হাবিবুর রহমান হাফিজ স্বাক্ষরিত শনিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি গঠনের পর থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটিসহ উপজেলা শাখার সদরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য-সম্মেলন তো দুরের কথা, বিগত দিনে জেলা নেতৃবৃন্দের সহিত যোগাযোগসহ কমিটি গঠনের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি এবং বিগত দিনের আন্দোলনে তাদের কোন তৎপরতা জেলা স্বেচ্ছাসেবক দল অবগত নহে। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দল গুরুত্ব সহকারে বিবেচনা করে আহবায়ক সহ যুগ্ম আহবায়কবৃন্দের সহিত আলোচনা সাপেক্ষে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি বাতিল করা হলো। আগামী দিনে দলকে সুগংগঠিত করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত সাংগঠনিক কর্মকান্ডের অংশ হিসাবে আগামী এক মাসের মধ্যে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সহিত আলোচনা সাপেক্ষে সাবেক ছাত্রনেতাদের অগ্রাধিকার ভিক্তিতে নতুন কমিটি গঠন করা হবে।
(এসডি/পিবি/জুন ০৭,২০১৫)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test