E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে মৎস্য উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মতবিনিময় সভা

২০১৫ জুন ০৭ ১৬:০৫:০৩
ফরিদপুরে মৎস্য উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি : বৃহত্তর ফরিদপুর জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নিরাপদ মৎস্য উৎপাদন এবং জীব বৈচিত্র সংরক্ষণের মাধ্যমে টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ রবিবার সকালে সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ বিন ইয়ামিন, মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, সমবায় কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মো. লিয়াকত হোসেন  প্রমুখ।

এসময় মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, বৃহৎত্তর ফরিদপুর জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় এ বছরে ২ টি মৎস্য অভয়াশ্রম, ২ টি বিল নার্সারী এবং ২ টি পেনকালচার স্কীম সালথা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। যা অত্র উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষন ও উন্নয়নের ব্যপক ভুমিকা রাখবে। এর ফলে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যাবে ও ধরে রাখা যাবে।
(এসডি/পিবি/মে ০৭,২০১৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test