E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রায়পুরে জামায়াতের সভাপতিসহ গ্রেফতার-২

২০১৫ মে ২০ ১৩:৫৭:২৮
রায়পুরে জামায়াতের সভাপতিসহ গ্রেফতার-২

রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি :  লক্ষ্মীপুরের রায়পুরে সড়কে নাশকতা ও বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার আসামী জামায়াতের সভাপতিসহ দুই নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিক রায়পুর থানার ওসি নেতৃত্বে পৌর শহরের নতুন বাজার ও উপজেলার উত্তর কেরোয়া গ্রাম থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কেরোয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত সভাপতি ও একই এলাকার আবু ইউসুফ হাফেজ ছেলে মোঃ রায়হান (৩৫) ও পৌর শহর শিবিরের সক্রিয় সদস্য এবং পূর্বলাছ গ্রামের খাজুরতলা মাদুর বাড়ীর মহিদুল ইসলাম মাদুর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২১)। তাদের বিরুদ্ধে থানায় নাশকতামূলক কর্মকান্ড ও বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও রায়হান পুলিশ এ্যাসল্ট মামলার চার্জশীটভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

রায়পুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত-শিবিরের দু’নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও রায়হান পুলিশ এ্যাসল্ট মামলার চার্জশীটভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

প্রসঙ্গত- রায়পুর থানায় নতুন ওসি মামুন ভূইয়া যোগতাদের পরে হতে মাদকসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে। গত ২০ দিনে রায়পুর থানায় মাদক-চুরি-ডাকাতি ও রানৈতিকসহ প্রায় অর্ধশতাধিক বিভিন্ন আসামী গ্রেফতার করা হয়েছে। তবে ৭-৮ বছরে আসামী গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান এই প্রথম।


(এমআরএস/এসসি/মে২০.২০১৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test