E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালীতে ২০ লাখ চিংড়ি পোনা উদ্ধার,আটক ৭

২০১৫ মে ১৯ ১২:০৭:০৩
নোয়াখালীতে ২০ লাখ চিংড়ি পোনা উদ্ধার,আটক ৭

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি লিপন নামের একটি ট্রলারে করে ২০ লাখ চিংড়ি পোনা পাচারকালে ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার রাতে উপজেলার পশ্চিমাংশের জাগলারচর ও বদনার চরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া উপজেলার কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. রাশেদ উদ্দিন ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট আবু হাসনাত মো. মইন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত ট্রলারসহ ৭ জনকে আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী তাদেরকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট প্রত্যেককে ১বছর করে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, মিরাজ উদ্দিন (৩৫), বাবের উদ্দিন (৩৭), সোহেল উদ্দিন (২০), ইসমাইল হোসেন নিজাম (৩৯), সাহাব উদ্দিন (৩৬), জসীম উদ্দিন (৩২) ও খায়রুল বাহার (৭০)। এদের সকলের বাড়ি হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে।

(ওএস/পিবি/মে ১৯,২০১৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test