E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাইমুড়ীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

২০১৫ মে ১৬ ১২:০৩:৩২
সোনাইমুড়ীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

সোনাইমুড়ী (নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বেগমগঞ্জের গোবিন্দেরখীল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ মুন্সী (২৮), সোনাইমুড়ী উপজেলার কেশবপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে তাজুল ইসলাম মোহন (২২) নামে দুই সন্ত্রাসীকে আট করেছে। গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ তার কার্যালয়ের এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে তথ্য জানান।

নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি আতাউর রহমান জানায় বড় ধরনের নাশকতা মূলক কর্মকান্ডের পরিকল্পনা করার গোপন সংবাদ পেয়ে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ.এস.পি) শিকদার মোঃ হাসান ইমামের নেতৃত্বে নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি আতাউর রহমান সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে সোনাইমুড়ী উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের কেশবপাড়া রহমান চৌকিদার বাড়ীর গ্রামের প্রবাশী হুমায়ুন কবিরের ঘরে হানাদেয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দেলোয়ার হোসেন মুন্সী ও তাজুল ইসলাম মোহনকে আটক করে। এসময় পুলিশ ঘটনা স্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৩টি দেশীয় তৈরি বন্দুক, একটি পাইপগান, ৩টি কার্তুজ, ৭টি বড় রামদা, ১টি চাপাতি, ১টি ছুরি, ৬টি মুঠোফোন উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসা বাদে আটকৃতরা জানায় ঘটনা স্থলেথাকা বেগমগজ্ঞ উপজেলার ডহর পাড়া গ্রামের গোলাম রহমানের পুত্র মানিক (৪০), সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের হাফেজ এমরাত উল্যার পুত্র সুমন (২২), আট নম্বর সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের সাদ্দাম (২৫), মৃত: রফিক মিস্ত্রির পুত্র সোনাইমুড়ীর আলোচিত যুবলীগ কর্মি ইব্রাহীম হত্যা মামলার এক নম্বর এজাহার নাম্মিয় আসামী জাকির (৩৫) পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে এসপি জানান, সন্ত্রাস দমনের লক্ষ্যে জেলা ব্যপী পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, এএসপি শিকদার মোঃ হাসান ইমাম, নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি আতাউর রহমান, সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম, সদর থানার পুলিশ পরিদর্শক নিজাম উদ্দিন। সাহসিকতার সহিত অভিযান সফল করার জন্য বেগমগঞ্জ সার্কেলের এএসপি ও সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে ১০ হাজার টাকা করে পুরষ্কার প্রদান করেন এসপি।



(ওএস/এসসি/মে১৬,২০১৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test