E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাইমুড়ীতে অপহরনের ১৯ দিন পর শিশুর লাশ উদ্ধার

২০১৫ মে ১৫ ২১:১০:০৭
সোনাইমুড়ীতে অপহরনের ১৯ দিন পর শিশুর লাশ উদ্ধার

সোনাইমুড়ী (নোয়াখালী)প্রতিনিধি :নোযাখালীর সোনাইমুড়ীর জগজ্জীবনপুর গ্রাম থেকে মুক্তি পনের দাবীতে অপহরনের ১৯ দিন পরে ইব্রাহীম খলিল উল্যা মাসুম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিলে চারটায় অপহরনকারী দলের সদস্য ওসমান (১৮) নামে এক অপহরনকারীর তথ্যের ভিত্তেতে পুলিশ জগজ্জীবন পুর গ্রামের বাড়ীবাড়ীর একটি মুরগির খামারের সামনে থেকে মাটি খুড়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য লাশ নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এঘটনায় একি গ্রামের আব্দুল কাদেরের পুত্র ওসমান পুলিশ গত কাল রাতে আটক করে ব্যাপক জিজ্ঞাসা বাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায় উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়নের জগজ্জীবন পুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরর মিয়ার পুত্র মাসুম গত ২৬ এপ্রিল নিখোঁজ হয়। এঘটনায় নিখোঁজ মাসুমের মা তাজনেহার বেগম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় এটি নিখোঁজ ডায়েরী করেন।

ঘটনার পর থেকে বিভিন্ন নাম্বার থেকে ছেলেকে ফেরৎ দেয়ার কথা বলে তাজনেহারের কাছে ছয় লক্ষ টাকা দাবী করে আসছিলো। ফোন নাম্বারের সূত্র ধরে পুলিশ মোবাইল কল ট্রেকিং করে বেশ কিছু নাম্বার সনাক্ত করে তদন্ত করে করে আসছে।

বৃহস্পতিবার রাতে পুলিশ রাজধানী ঢাকার চকবাজার থেকে সাত নম্বর বজরা ইউনিয়নের মুটুবি গ্রামের শাহাব উদ্দিনেরর পুত্র শাকিব (২০) কে আটক করে তার স্বীকারক্তি মোতাবেক জগজ্জীবন পুর গ্রামের গ্রামের আব্দুল কাদেরের পুত্র ওসমানকে আটক করে থানায় এনে ব্যপক জিজ্ঞাসা বাদ করলে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে।

তার তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী থানান ওসি (তদন্ত) জয়দেব, এস.আই. হুমায়ন কবির.এস.আই মাসুদ, এ.এস.আই জিয়ার নেতৃত্বে পুলিশ জগজ্জীবনপুর বাড়ীবাড়ীর সামনে একটি মুরগীর খামারের সামনে থেকে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

এবিষয়ে জানেতে চাইলে সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানায় লাশ উদ্ধার হয়েছে ঘটনা সংশ্লিষ্টতার দায়ে থানা মামলা হয়েছে। আসামী আটকের প্রক্রিয়া চলছে।

(এনএইচ/এসসি/মে১৫,২০১৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test