E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দাঙ্গা-হাঙ্গামার দায়ে ২ জনের কারাদন্ড

২০১৫ এপ্রিল ২১ ১৬:৪৬:২৯
ফরিদপুরে দাঙ্গা-হাঙ্গামার দায়ে ২ জনের কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করার দায়ে ২ জনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে,  মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টার দিকে  সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দী গ্রামের প্রভাব প্রতিপত্তি দলা-দলী নিয়ে দুগ্রুপের সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন সালথা থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে। আটকের পর উভয় গ্রুপের উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটককৃতরা হলেন, রংরায়েরকান্দী গ্রামের মান্নান শিকদারের ছেলে মোহাম্মাদ আলী (৩৩) ও মৃত গোলাম রহমান মুন্সীর ছেলে ফরিদ মুন্সী (৩০)। পরে তাদের উভয়কে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করার অপরাধে দেড় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।
(এসডি/পিবি/ এপ্রিল ২১,২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test