E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

 ফরিদপুরের সালথায় যুবতীর রহস্যজনক মৃত্যু

২০১৫ এপ্রিল ১১ ১৭:১৯:২৬
 ফরিদপুরের সালথায় যুবতীর রহস্যজনক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের সালথায় খাদিজা আক্তার (২০) নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। খাদিজা উপজেলার যদুনন্দী ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের আলফু শেখের মেয়ে।  শনিবার সকালে নিজবাড়ির টয়লেটের পাশে থেকে সালথা থানা পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে।

নিহতের বাবা বলেন, মেয়ের সাথে পরিবারের কারো কোন প্রকার ঝগড়া নেই। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে খাদিজা তার ঘরে শুয়ে পড়ে। কিন্তু গভীর রাতে তার ঘরে গিয়ে না পেয়ে খুজতে থাকি, এরপড় তাকে টয়লেটের পাশে পড়ে থাকতে দেখে চিৎকার দেই। চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন বেড়িয়ে আসে।

তবে পরিকল্পিত ভাবে আমার মেয়েকে কারা যেন মেরে ফেলেছে। ইউপি চেয়ারম্যান আঃ রব মোল্যা জানান, খাদিজাকে মেরে ফেলা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সালথা থানার এস.আই আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাদিজার লাশ তার বাড়ির টয়লেটের পাশ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এসময় নিহতের গলায় একটা দাগ দেখা যায়। ময়না তদন্ত রিপোর্ট আসার পর বুঝা যাবে আসলে কি হয়েছে।


(এসডি/এসসি/এপ্রিল১১,২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test