E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই
পথশিশুর মৃত্যু

২০১৪ মে ১২ ২১:০৬:০৭
ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুইপথশিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি : ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই পথ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও জিআরপি পুলিশ সূত্র জানায়, রংপুর থেকে তেলবাহী ট্রেন (নং-৯৭২) চট্টগ্রামের উদ্দেশ্যে বিকেল চারটার দিকে ফেনী স্টেশনে পৌঁছলে ১৪/১৫ বছর বয়সী দুই শিশু ট্রেনের ছাদ থেকে পড়ে গেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ মো. মেজবাউল হক জানান, “তাদের পরিচয় না পাওয়ায় সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পরিচয় না মিললে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”

(ওএস/এস/মে ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test