E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের মধুখালী পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

২০১৫ মার্চ ২৯ ২১:২৯:২৫
ফরিদপুরের মধুখালী পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের নবগঠিত মধুখালী পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে আ’লীগের খন্দকার মোরশেদ রহমান লিমন নারকেল গাছ মার্কায় ৭৪১০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ তিনি পেয়েছেন ৪৩৭৩ ভোট।

এর আগে আজ রবিবার সকাল থেকেই ভোটারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। সকাল থেকেই পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রগুলো ছিলো উৎসবমুখর ইদের আনন্দ ভরপুর। ছেলে ও মেয়ে ভোটারে পরিপূর্ণ ছিলো কেন্দ্রগুলো।

শাহ হাবিব সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোটার মোঃ মাহফুজুর রহমান জানান, খুবই সুষ্ঠ ভাবে আমরা ভোট দিতে পেরে খুবই খুশি।

মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটার জামাল জানান, নির্বাচন খুবই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি।

বিএনপি সমর্থিত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ দুপরে জানান, পরিবেশ ভালো আছে কোন সমস্যা নেই।

আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লিমন জানান, একটি কেন্দ্রে আমার থাকা নিয়ে প্রার্থীর স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছে তাছাড়া কোন সমস্যা হয় নাই।

(এসডি/এসসি/মার্চ২৯,২০১৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test