E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাগলা নদীর অবৈধ বাঁধ ভেঙে দিলো প্রশাসন

২০১৫ মার্চ ০১ ১৮:৫৩:৫৮
পাগলা নদীর অবৈধ বাঁধ ভেঙে দিলো প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর চার পয়েন্টে নদী ভরাট করে অবৈধভাবে নির্মিত বাঁধ ভেঙে দিয়েছে প্রশাসন।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অবৈধ বাঁধ ভেঙে ফেলা হয়। এতে পাগলা নদী ফিরে পায় আগের স্বাভাবিক রূপ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিনের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশ বাধঁগুলো ভেঙে দেয়।

সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল ফারুক ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

শিবগঞ্জের ইউএনও সৈয়দ ইরতিজা আহসান জানান, শিবগঞ্জের পাগলা নদী ও মহানন্দা নদীর মধ্য স্থানের বহলাবাড়ি ঘাট, ফকিরপাড়া ঘাট, মহদীপুর ঘাট ও তর্তিপুর ঘাটের ইজরাদাররা অবৈধভাবে বাঁধ নির্মাণ করে। এতে নদীর পানি চলাচলে বাধার সৃষ্টি হয়।

ফলে পানি চলাচল স্বাভাবিক করতে রবিবার অভিযান চালিয়ে এসব বাঁধ ভেঙে দেওয়া হয়। এতে পানি চলাচলের স্বাভাবিকতা ফিরে আসে এবং নদী তীরবর্তী বোরো ধান জলমগ্ন অবস্থা থেকে মুক্ত হয় বলে তিনি জানান।

(ওএস/এএস/মার্চ ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test