E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় দুই দলের সংঘর্ষ, আহত ২০

২০১৫ ফেব্রুয়ারি ২৫ ১৭:০৫:১৪
ভাঙ্গায় দুই দলের সংঘর্ষ, আহত ২০

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : আজ বুধবার  ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় দোকানঘর তোলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ঘন্টাব্যাপি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত ও দুটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার বেলা ১০টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ডে সরকারি জায়গায় দোকানঘর তুলতে যায় ঐ গ্রামের বাসিন্দা, শিবচর পুলিশ ফাড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল লিয়াকত হোসেন। বেলা ১১টার দিকে তার চাচাতো ভাই আলাউদ্দিন তালুকদার ও তার লোকজন ঘর তুলতে বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। তাদের মধ্যে আগে থেকেই গ্রাম্য দলাদলি ছিল। এর রেশ ধরে দুই পক্ষের লোকজন মুহূর্তেই ঢাল, সড়কি ও রামদাসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। লিয়াকতের লোকজন আলাউদ্দিন তালুকদার ও তার ভাই আমিনুল তালুকদারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। ভাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষে আহত ১৫ জন ভাঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইনলাম বলেন, সরকারি জমি দখলকে কেন্দ্র করেই দুই চাচাতো ভায়ের দলের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ।
(এনএ/পিবি/ফেব্রুয়ারি ২৫,২০১৫)


পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test