E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে বোরোর বাম্পার ফলন

২০১৪ মে ০৯ ১৮:০০:২৮
কুড়িগ্রামে বোরোর বাম্পার ফলন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে মাঠের পর মাঠ বোরো ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। কৃষক মাঠে ধান কাঠাও শুরু করছে। এ মুহুর্তে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এ এলাকায় বোরোর বাম্পার ফলন হবে। আজ শুক্রবার রাজারহাট সদর সহ ডাংরারহাট, নাজিমখাঁন, ছিনাই, উমর মজিদ, বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা, চাকিরপশার ইউনিয়ন গুলি ঘুরে দেখা গেছে কোথাও কোথাও বোরো ধান পাকতে শুরু করেছে। আবার কোথাও ধান কাটা-মাড়াই শুরু চলছে, কোথাও সবুজের সমারোহ। ডাংরারহাট গ্রামের কৃষক নূর আলম (৫০), আ. মতিন (৫৫), হাশেম আলী (৩৫), ফকরুল ইসলাম (৪২) জানান এ বছর খরার কবলে পড়েছে দেশ। ভেবেছিলাম বোরো ধান ঘরে তুলতে পারবো না। এ বছরই আল্লায় দেলে ভাল ফলন পামু।

মনিডাকুয়া গ্রামের ইছাহক আলী (৫০), মজিবর রহমান (৬০) জানান, এ বছর বাজারে সময়মত সার ও কীটনাশক পাওয়া গেছে। এ মহুর্তে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে কৃষকরা বাম্পার ফলন পাবে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টী চন্দ্র রায় জানান চলতি বোরো মওসুমে সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
(এমআরএ/এএস/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test