E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হবিগঞ্জে তিনজনের রগ কর্তন

২০১৪ মে ০৬ ১১:৩৬:০৭
হবিগঞ্জে তিনজনের রগ কর্তন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পূর্ব বিরোধের জের হিসেবে দুই ভাই ও পুত্রের হাত ও কব্জির রগ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার আসামপাড়া ইউনিয়নের গোবরখলা গ্রামের আব্দুর রহিমের সঙ্গে একই গ্রামের আব্দুল হকের পূর্ব বিরোধ রয়েছে। এর জের হিসেবে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আসামপাড়া বাজারে আব্দুল হকের লোকজন আব্দুর রহিমের দোকানঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিম, তার ভাই আব্দুল মন্নান ও ছেলে আব্দুর রকিবের হাত ও কব্জির রগকেটে ফেলে। পরে স্থানীয় লোকজন তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার করতে গ্রামে অভিযান চালায়। কিন্তু তাদেরকে পাওয়া যায়নি।

(ওএস/এইচআর/মে ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test