E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ৩ মাসে ১২টি ডাকাতি

২০১৪ ডিসেম্বর ১২ ১৮:৩১:৩০
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ৩ মাসে ১২টি ডাকাতি

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ৩ মাসে ১২টি  ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ছয়সূতী ইউনিয়নের বক্তরমারা ব্রীজ এর উত্তরপার্শ্বে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভৈরব বাসষ্ট্যান্ড দুর্জয় মোড় থেকে একটি সিএনজি যোগে উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত বাছেদ খাঁর পুত্র ফেরদৌস খাঁ ও জাফরাবাদ গ্রামের আব্দুল আজিজের পুত্র সবুজ মিয়াসহ ৫ জন যাত্রী কুলিয়ারচরের উদ্দেশে আসার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার নোয়াগাঁও বাসষ্ট্যান্ড অতিক্রম করার পর বক্তরমারা ব্রীজ সংলগ্ন উত্তরপাশে ৮/১০ জনের সশস্ত্র ডাকাত দল রামদা, চাপাতি, ছুরি ইত্যাদি দেশীয় অস্ত্রাদি নিয়ে সিএনজিটির গতিরোধ করে সিএনজি চালক ও সিএনজি যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেট ও জিনিষপত্র লুট করে নিয়ে যায়।

এর আগে গত ২৭ নভেম্বর দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি গ্রামের সি.এন.জি চালক জাহাঙ্গীর ও নিজগাঁও গ্রামের মো. জামাল ভৈরব থেকে যাত্রী নিয়ে দুটি সি.এন.জি কুলিয়ারচরের দিকে আসার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার নোয়াগাঁও বাসষ্ট্যান্ড অতিক্রম করার পর বক্তরমারা ব্রীজ সংলগ্ন ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল দুটি সিএনজির গতিরোধ করে সিএনজি চালক ও যাত্রীদের কাছ থেকে ৭টি মোবাইল সেট ও নগদ লক্ষাধিক লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। সিএনজি চালক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিন মাসের ব্যবধানে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ছয়সূতী লক্ষ্মীপুর বাসষ্ট্যান্ড থেকে আগরপুর বাসষ্ট্যান্ড পর্যন্ত রাস্তায় গাছ কেটে ফেলে অন্তত ১০/১২টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলছে। এতে যাতায়াতকারী যাত্রীরা আতংকে রয়েছেন।

(পিকেএস/এএস/ডিসেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test