E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলে এসএম এডুকেশনের উদ্বোধন

২০২৫ এপ্রিল ২৮ ১৯:২৩:৪৩
শ্রীমঙ্গলে এসএম এডুকেশনের উদ্বোধন

আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : উচ্চশিক্ষা ও পেশাগত অগ্রগতির লক্ষ্যে “আর নয় ঢাকা কিংবা সিলেট। এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে British Bangladesh Tours & Travels SM Education Group-এর চতুর্থ শাখার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মৌলভীবজার রোড বিলাস এর পাশে আহমদ ম্যানশনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসএম এডুকেশন-এর প্রধান মোঃ নিয়াজ উদ্দিন এর সভাপ্রতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া খাঁন।

এডুকেশন গ্রুপ এর সিইও রায়হান আলম সাজু এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আবু নাসের এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মুসলিমীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম এ রহিম নোমানী।

বক্তরা এসএম এডুকেশনএর নতুন শাখার কার্যক্রম ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে উজ্জ্বল চিন্তাভাবনা ও শুভকামনা ব্যক্ত করেন।

এসএম এডুকেশের প্রধান পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন বলেন, “উচ্চশিক্ষা ও পেশাগত অগ্রগতির লক্ষ্যে আমাদের নতুন উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ভাষা দক্ষতা অর্জনে সহায়ক হবে। দক্ষ প্রশিক্ষক, আধুনিক পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে” এসএম এডুকেশন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী লেমন গার্ডেনের স্বত্বাধিকারী মোঃ সেলিম মিয়া, ব্যবসায়ী মোঃ ফয়ছল আহমেদ, জসিম আহমেদ, সাংবাদিক ঝলক দত্ত, রুবেল আহমেদ, মোঃ আল আমিন মিয়া, মোঃ রবি উদ্দিন ও ব্যবসায়ী গোলাম মোস্তফা প্রমুখ।

মে মাসের ১১ তারিখ থেকে শ্রীমঙ্গলে IELTS কোর্স ও ভিসা প্রসেসিং ক্লাস শুরু হবে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা মৌলভীবাজার রোডস্থ এসএম এডুকেশনে কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস কুদ্দুস নিজামী।

(এএ/এসপি/এপ্রিল ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test