E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডাসারে বাকি না দেয়ায় প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

২০২৫ এপ্রিল ২৮ ১৮:৪৬:৫৫
ডাসারে বাকি না দেয়ায় প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে বাকি না দেয়ায় মুদি দোকানদার প্রতিবন্ধী স্বামী আব্দুল মান্নান হাওলদার (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগমকে (৬০) কুপিয়ে জখম করেছে দুই বখাটে।

রবিবার (২৭ এপ্রিল) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর গ্রামের শফিজুদ্দিন হাওলাদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী আব্দুল মান্নান হাওলাদার। তিনি তার শারীরিক প্রতিবন্ধী স্ত্রী নুরজাহান বেগমকে সাথে নিয়ে বাড়ির সামনে মুদি দোকান দেন। সেই দোকানের আয় দিয়ে সংসার চালান এই প্রতিবন্ধী দম্পতি।

গত পাচ মাস আগে একই গ্রামের মজিদ সরদারের ছেলে এনায়েত সরদার বাকীতে ঐ দোকান থেকে ৩’শ টাকার জিনিসপত্র কিনেন। পরে সেই টাকা আর দেননি। রবিবার রাতে আবারো ৯০ টাকার জিনিস বাকীতে চান। এতে আপত্তি করেন তারা। এতে করে ক্ষিপ্ত হয়ে এনায়েত সরদার এক সহযোগিকে নিয়ে দোকানদার আব্দুল মান্নান হাওলাদারকে মারধর করেন। বাধা দিলে তার স্ত্রী নুরজাহান বেগমকেও মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেন। এসময় তাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের ছেলে নুরজামান হাওলাদার বলেন, আমার মা-বাবার কাছ বাকিতে কিছু জিনিস চান এনায়েত। এই বাকি না দেয়ায় দুজনের উপর হামলা চালিয়েছে। আমার মা-বাবা দুজনেই শারীরিকভাবে প্রতিবন্ধী। তাদের উপর এই হামলার বিচার চাই।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহেতাশামুল ইসলাম বলেন, ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত এনায়েত সরদার পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(এএসএ/এসপি/এপ্রিল ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test