E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অবৈধ সম্পর্কের জের

কালিগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা

২০২৫ এপ্রিল ২৮ ১৭:৩২:৫৬
কালিগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক দিনমজুরের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে ফজলুর রহমান নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে স্থানীয়রা। গত রবিবার ভোর তিনটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউপি সদস্যকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য ফজলুর রহমান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ও কৃষ্ণনগর গ্রামের ফজর আলী গাজীর ছেলে।

কৃষ্ণনগর গ্রামের আইয়ুব আলী, গোলাম রব্বানী ও গোলাম মোস্তফা জানান, তাদের ভাই নুরুল ইসলাম গাজী একজন দিন মজুর। দীর্ঘদিন ধরে সে ইটভাটা ও ধান কাটা শ্রমিক হিসেব কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তাদের ভাই নুরুল ইসলাম বাড়িতে না থাকার সূযোগে ইউপি সদস্য ফজলুর রহমান ভাইয়ের স্ত্রী কোহিনুরের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। ফজলুর স্ত্রী ফিরোজা বেগম দুই সস্তানকে নিয়ে সাতক্ষীরা শহরের মধু মোল্লারডাঙির বাপের বাড়ির পাশে অবস্থান করে। এ সূযোগে কোহিনুরের সঙ্গে অবাধ সম্পর্ক ছিল ফজলুর রহমানের।

স্থানীয়রা জানান, ফজর আলী ডাকাাতের ছেলে ফজলুর রহমানের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেতো না। অনৈতিক সম্পর্কের জের ধরে সরকারি ত্রানসহ সকল সুবিধা দিয়ে কোহিনুরের ঘরবাড়ি সাজিয়ে দিয়েছেন ফজলুর রহমান। রবিবার ভোর তিনটার দিকে একই এলাকার রেজাউল ডাকাত, শংকরপুরের জোহর আলী তরফদার, শহর আলী তরফদারসহ কয়েকজন কোহিনুরের ঘর থেকে ফজলুকে বের করে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ফজলুর রহমানের বাম হাত ও বাম পা পিটিয়ে ও কুপিয়ে ভেঙে দেয়। আশঙ্কাজনক অবস্থায় রবিবার সকালে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফজলুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্বামী মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে । তবে কি কারণে তিনি জখম হয়েছেন তা নিয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি।

(আরকে/এসপি/এপ্রিল ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test