E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি

২০২৫ এপ্রিল ২৮ ১৪:৩০:১৫
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রালি, লিগ্যাল এইড মেলা, স্বাস্থ্য পরীক্ষা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে সকাল ৮টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো: নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


এসময় সাতক্ষীরা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুস সাত্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরিব অসহায় মানুষদের আইনগত সহায়তা দেয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীকে আইনের নিরাপত্তার বাইরে রেখে আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আমরা সবাইকে নিয়ে কাজ করে সাতক্ষীরায় আইনের শাসন প্রতিষ্ঠা করবো।

(আরকে/এএস/এপ্রিল ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test