E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাঙলেন সাবেক ইউপি চেয়ারম্যান

২০২৫ এপ্রিল ২৭ ১৯:০৭:৩১
আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাঙলেন সাবেক ইউপি চেয়ারম্যান

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা প্রতিকৃতি ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকে নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার।

তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র ভাগ্নে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবু ছাইদ শিকদার। আওয়ামী লীগ আমলে কোটি কোটি টাকা কামিয়েছেন এই ইউপি চেয়ারম্যান। এখন ভোল পাল্টে ফেলানোয় উপজেলা ব্যাপী সমালোচনার ঝড় বইছে।

আজ রবিবার সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকা প্রতিকৃতিটি নিজেই ভেঙে ফেলেন। নৌকার প্রতিকৃতি ভাঙার সময় চেয়ারম্যান আবু ছাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েকবছর আগে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকা প্রতিকৃতি নির্মাণ করেন। আজ রোববার সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই দৃষ্টি নন্দন নৌকা প্রতিকৃতিটি ভেঙে ফেলেন।

পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আবু সাইদ শিকদারের মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দূর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদারের এমন কান্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকা প্রতিকৃতি ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি, সে দুর্নীতি গ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শ্যচ্যুত হয়েছে তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না। সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।

(টিবি/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test