E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

২০২৫ এপ্রিল ২৭ ১৬:০৯:৪৬
নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : আমরা ফুল, আমরা আলো, আমরা জীবন বাসবো ভালো এই শ্লোগান কে সামনে রেখে শনিবার সকাল ১০টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার মডিউল কনভেনশন হলে কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠিন হয়েছ।

তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের সভাপতিত্বে অত্র কলেজের অধ্যক্ষ রাসেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা শাখার নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফ পাঠান, মিরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক কুতুবউদ্দিন মাষ্টার, উপাধ্যক্ষ মোঃ ইমরান খান, বিশিষ্ট ব্যবসায়ী চিত্তরঞ্জন সাহা,, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, সদর ইউপি সদস্য শাহিন সুলতানা, অভিভাবক প্রতিনিধি ও সাংবাদিক বেলায়েত হোসেন শামীম ,মোঃ ইমরান খান, মোঃ রুমান মিয়া, সাংবাদিক আকরাম হোসেন রিপন, সাংবাদিক শেখ শফি উদ্দিন জিন্নাহ প্রমুখ।

অনুষ্ঠানে নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

(এসকেডি/এএস/এপ্রিল ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test