E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনার দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন না অভিযুক্ত কাফি'

২০২৫ এপ্রিল ২৭ ১৫:৫৭:২০
'আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনার দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন না অভিযুক্ত কাফি'

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফি কর্মস্থলেই অনুপস্থিত ছিলেন বলে দাবি করেছেন ওই পুলিশ কর্মকর্তার শ্বাশুড়ি হাছিনা আক্তার স্বপ্না।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে উত্তরাধিকার ৭১ নিউজকে এসব কথা বলেন তিনি।

এসময় কাফির পরিবার ও স্বজনদের পক্ষ থেকে স্বপ্না জানান, 'গত ৪ আগস্ট দিবাগত রাত হইতে ঘটনার পরদিন ৬ আগস্ট পর্যন্ত পুলিশ কর্মকর্তা কাফি তাঁর বাসভবন ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের পতন এবং সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনা ঘটে ৫ আগস্ট। সুতরাং অভিযুক্ত কাফি'র জড়িত থাকার বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য বের করে বিচারের দাবি জানাচ্ছি।'

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফি কিছুতেই ওই অঘটনায় জড়িত নন ও তাঁকে নির্দোষ দাবি করে স্বপ্না আরো বলেন, 'বিগত ৪ আগস্ট দিবাগত রাত হইতে ৬ আগস্ট পর্যন্ত পুলিশ কর্মকর্তা কাফি রাজধানীর ধানমন্ডি এলাকায় তাঁর বাসভবনে অবস্থান করছিলেন। যা অভিযুক্ত কাফি'র ব্যবহৃত মোবাইল সিডিআর পর্যালোচনা করলে সহজেই পাওয়া যাবে।'

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফি কিছুতেই ওই সময়ে আশুলিয়ার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না জানিয়ে স্বপ্না বলেন, 'গত ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ওই ঘটনার দিনের কোনো সিসি ক্যামেরা ফুটেজ, ভিডিও বা স্থিরচিত্র পাওয়া যাবে না যেখানে অভিযুক্ত আসামি পুলিশ কর্মকর্তা কাফিকে দেখতে পাওয়া যাবে।'

তিনি জানান, এছাড়া, ঘটনাস্থলের দায়িত্ব প্রাপ্ত ইউনিট প্রধানরাই ওই স্থানের সব কার্যক্রম পরিচালনা করে থাকেন বলে শুনেছি। কাফি কোন ইউনিট প্রধানেরও দায়িত্বে কর্মরত ছিলেন না। কিন্তু পরিতাপের বিষয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অভিযোগ চাপিয়ে তাঁকে অভিযুক্ত করা হচ্ছে, যাতে আমরা পারিবারিকভাবে আতঙ্কগ্রস্ত ও মানহানিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং মানবেতর জীবন যাপন করছি।

এছাড়া, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ওই ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহবান জানান ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত আসামী মো. আব্দুল্লাহিল কাফি'র শ্বাশুড়ি হাছিনা আক্তার স্বপ্না।

(আরআর/এএস/এপ্রিল ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test