E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ের মাধব মন্দিরে সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব 

২০২৫ এপ্রিল ২৫ ১৯:৪৬:০০
ধামরাইয়ের মাধব মন্দিরে সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব 

দীপক চন্দ্র পাল, ধামরাই : মাধব মন্দির অঙ্গনে এদেশের অন্যতম তীর্থস্থান ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উপাশনালয় চার শতাধিক বছরের পুরোনো ঐতিহ্যবাহী রথ ও মাধব মন্দির সংকীর্ত্তন কমিটির আয়োজনে ৮১ তম সপ্তাহ ব্যাপী বার্ষিক মহানামযজ্ঞ, অষ্টকালীন লীলা কীর্ওন, মহোৎসব ও তার মেলা শনিবার দিবাগত মধ্য রাত থেকে অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হবে।

মাধব মন্দির সংকীর্ত্তন কমিটির সভাপতি সমাজ সেবক শ্রী প্রাণ গোপাল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্ধোধনী সভায় প্রধান অতিথি থাাকবেন বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের ঢাকা জেলা কমিটির সাধারন সম্পাদক শিক্ষক শ্রী নন্দ গোপাল সেন।

এ সভায় আরো বক্তব্য রাখবেন উৎসব কমিটির সহ সভাপতি অশীত বরণ গোস্বামী, উৎসব কমিটির সাধারণ সম্পাদক কল্লোল সেন, মুক্তিযোদ্ধা শ্রী কল্যাণ ব্রত সরকার, শ্রী জগদিশ সরকার, চন্দন সরকার, মন্দির ও রথ ও উৎসব কমিটির কোষাধ্যাক্ষ সমির সরকার, রতন পাল, প্রদীপ মজুমদার, মন্দির ও রথ ও উৎসব কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল, উৎসবে হাজারো ভক্তবৃন্দর উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা বিষয়ে পুলিশ প্রশাসন কড়া নিরপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা জেলা শাখার সাধারন সম্পাদক শিক্ষক শ্রী নন্দ গোপাল সেন।

মাধব মন্দির সংকীর্ত্তন কমিটির সাধারন সম্পাদক কল্লোল সেন বলেন বার্ষিক এই উৎসবে প্রতি বছরের মতো এবারো দেশের ভিভিন্ন স্থান থেকে সাতটি প্রখ্যাত কীর্তনিয়া দল অংশ নিবে। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ভগবান শ্রীকৃঞ্চের লীলা সরন উৎসব ও কীর্তন পরিবেশন করবেন টাংগাইল জেলার পাক্কুল্লার দুলাল চক্রবর্তী, বগুড়ার পুস্প রানী দাস ও ফরিদপুরের অমল বার্ণাজী। ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে উৎসবের সবচেয়ে আর্কষণীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃঞ্চের লীলা কীর্তন পালা।

উৎসব কমিটির সাধারণ সম্পাদক আরো বলেন উৎসবের এ কয় দিন শতাধিক মন চাল-ডাল রান্নার আয়োজন রাখা হয়েছে আগত হাজারো ভক্ত-নর নারীদের মাঝে, উৎসবের এ কয়দিন প্রসাদ বিতরন করা হবে।

২ মে সব শেষে উষালগ্নে ভক্ত নারী-পূরুষের নিয়ে বের করা হবে নগর কীর্ত্তন। এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেশ ও জাতির মংগল প্রার্থনার আয়োজন করা হবে। ওই দিন সকাল দশটায় রাধা কৃঞ্চের নৌকাবিলাশ ও পালা কীর্ত্তন অনুিষ্ঠত হবে। বিকেলে জলকেলী, কুঞ্জ ভংগের মধ্য দিয়ে সাতদিন ব্যাপী ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি হবে বলে জানিয়েছেন উৎসব কমিটির সহ সভাপতি অশিত বরণ গোস্বামী।

বাৎসরিক এই চব্বিশ প্রহর উৎসব উপলক্ষে আলোক সজ্জা করা হয়েছে, মন্দিরের বাহিরে বহু দোকান প্রসার বসেছে। হাজারো ভক্ত নর-নারীর মিলন মেলায় এই উৎসবকে কেন্দ্র করে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে ধামরাই এলাকায়।

(ডিসিপি/এসপি/এপ্রিল ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test