E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্টের এতিমখানা ও কারিগরি শিক্ষা চালুর দাবিতে মানববন্ধন

২০২৫ এপ্রিল ২৫ ১৯:৪৪:২৩
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্টের এতিমখানা ও কারিগরি শিক্ষা চালুর দাবিতে মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে বাগেরহাট সদরের ফতেপুরে স্থানীয় জমিদানকারীদের বংশধরগণ ও এলাকাবাসীর আয়োজনে ঘন্ঠাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবন্ধনে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, বেমরতা ইউনিয়ন বিএনপি নেতা হাও. আবু বক্কর সিদ্দিক, মর্জিনা বেগম, আকরামুজ্জান রিক্ত, মোফাজ্জেল হোসেন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, জিয়া অর্ফারেজ ট্্রাস্ট বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ১৯৯৩-সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোস্তাফিজুর রহমানের প্রচেষ্টায় বাগেরহাট সদরের ফতেপুরে জিয়া অর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। এর আর একটি শাখা বগুড়ায় চালু হয়। বাগেরহাটে প্রথম দিকে এটি ভালোভাবে চললেও আওয়ামী সরকার ক্ষমতায় আশার পর এটি আর ভালোভাবে চলেনি। বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রতিটি বিল্ডিং ব্যবহার অনুপযোগী হয়ে পরছে। এটি সংস্কার করে নতুন পরিচালনা পরিষদ গঠন করে নতুন ভাবে চালুর দাবী জানান স্থানীয়রা।

(এস/এসপি/এপ্রিল ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test