E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনব্যাপী কর্মশালায় প্রতিবেদন উপস্থাপন

জলবায়ু মোকাবেলায় দক্ষিণাঞ্চলের সাত জেলায় সমীক্ষা

২০২৫ এপ্রিল ২৫ ১৮:২৭:২৫
জলবায়ু মোকাবেলায় দক্ষিণাঞ্চলের সাত জেলায় সমীক্ষা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ হট স্পটগুলোতে উপযুক্ত পানি সরবরাহ প্রযুক্তির ওপর সম্ভাব্যতা অধ্যায়ন এবং বিস্তারিত প্রকৌশল অঙ্কনের জন্য “বরিশাল অঞ্চলের সম্ভাব্যতা অধ্যায়ন প্রতিবেদনের ওপর দিনব্যাপী বৈধতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল জোনের আয়োজনে নগরীর বান্ধ রোডস্থ গ্র্যান্ড পার্ক হোটেলের সভা কক্ষে দিনব্যাপী কর্মশালায় প্রধানঅতিথি ছিলেন জিওবি’র ডিপিএইচই অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহেতেশামুল রাসেল খান।

শুক্রবার সকালে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ উন্নয়ন সহায়তা তহবিল (জিওবি), বিশ্ব ব্যাংক ও এশিয়া পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন আরডাব্লিউএসএইচএইচসিডি’র প্রকল্প পরিচালক মো. তবিবুর রহমান তালুকদার।

অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে দেশে পানি সরবরাহ ও স্যানিটেশন পরিসেবা বাস্তবায়নে ডিপিএইচই’র অধীনে ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ গ্রামীণ পানি, স্যানিটেশন ও হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে একজন টিম লিডার এবং পানি সরবরাহ প্রকৌশলী বিভাগ নিরলসভাবে কাজ করে আসছে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, আরডব্লিউএসএইচএইচসিডি প্রকল্পের ডিপিডি তাসনিম তামান্না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংক ঢাকার টিটিএল রোকেয়া আহমেদ, ডিপিএইচই বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন, আরডাব্লিউএসএইচপি এসডি-২০’র কর্মকর্তা আবুল কাশেম মজুমদার, আহমেদ সালমান হায়দার, ফাহাদ মো. ফরহাদুল ইসলাম, ড. তানভীর আহসান, সোহেল মাসুদ, দেলোয়ারুজ্জামান, শিশির চৌধুরী, মনোয়ার আলী প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরগুনা, বরিশাল, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি ও শরীয়তপুর জেলার কর্মকর্তাগণ অংশগ্রহণ করে সম্ভাব্যতা অধ্যায়ন প্রতিবেদনের বৈধতা তুলে ধরেন।

(টিবি/এসপি/এপ্রিল ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test