E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়

‘বই খাতা বিক্রি করে দেব’- অধ্যক্ষের পোস্টে শিক্ষার্থীর কমেন্ট 

২০২৫ এপ্রিল ২২ ১৯:৫১:০২
‘বই খাতা বিক্রি করে দেব’- অধ্যক্ষের পোস্টে শিক্ষার্থীর কমেন্ট 

মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : অধ্যক্ষের পোস্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাসভরা কমেন্ট—”জিপিএ-৫ নিশ্চিত”, “স্যারকে মিষ্টিমুখ করান”, “বই খাতা বিক্রি করে দেব”—ইত্যাদি নিয়ে শুরু হয় হাস্যরস। সন্তোষ ভাসানী আদর্শ কলেজে পুনরায় কেন্দ্র বহাল থাকার বিষয়টি কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জ্বল ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করলে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বির্তক তৈরি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি ডিলিট করেন অধ্যক্ষ।

স্থানীয় বিশিষ্টজন ও শিক্ষানুরাগীরা মনে করছেন, পরীক্ষাকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় না থাকায় মেধার পরিবর্তে কেন্দ্র নির্ভর ফলাফল বেশি গুরুত্ব পাচ্ছে। তারা আশঙ্কা করছেন, শিক্ষার্থীরা প্রকৃত মেধার বদলে সুবিধাভোগী হয়ে উঠছে, যা ভবিষ্যতের জন্য হুমকি।

এদিকে জানা যায়, সদ্য অনুষ্ঠিত এইচএসসি টেস্ট পরীক্ষায় কলেজের প্রায় ১৩২০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৬০০ জন। বাকিরা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এরপর রিটেস্ট পরীক্ষা নেওয়া হয় ১০০০ টাকা ফি-তে, যেখানে বোর্ড নির্ধারিত ফি মাত্র ৪০ টাকা প্রতি বিষয়ে। ফলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও উঠেছে।

শিক্ষার্থীদের ফলাফলের দিক থেকে পরিসংখ্যানগত উন্নতি থাকলেও, বাস্তবে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় আশানুরূপ সাফল্য পাচ্ছে না কলেজটি। এক সময় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া কলেজটি আজ শিক্ষার মান নিয়েই প্রশ্নের মুখে।

অভিযোগ রয়েছে, সন্তোষ আদর্শ কলেজে পরীক্ষাকেন্দ্র স্থাপন করে শিক্ষার্থীদের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষকও বিষয়টি ইঙ্গিত করে বলেন, শহরের সুবিধা থাকা সত্ত্বেও একটি গ্রামের কলেজে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগ্রহ থেকেই স্পষ্ট কিছু রয়েছে।

শিক্ষাবিদ ও অভিভাবকদের দাবি, কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা বাড়ানো জরুরি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত জানান, কেন্দ্র নির্ধারণ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তবে অভিযোগ পেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার মান ও নিরপেক্ষতা ধরে রাখতে আসন্ন এইচএসসি পরীক্ষাসহ ভবিষ্যতের পরীক্ষাগুলোর কেন্দ্র পুনর্বিবেচনার দাবি উঠেছে বিভিন্ন মহলে।

(এসএম/এসপি/এপ্রিল ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test