E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ভারতে পাচারকালে নারী-শিশুসহ আটক ১২

২০২৫ এপ্রিল ২২ ১৪:৪৩:৩৫
সাতক্ষীরায় ভারতে পাচারকালে নারী-শিশুসহ আটক ১২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতে পাচারকালে  রিভারাইন বর্ডার গার্ড এর পৃথক অভিযানে নারী ও শিশুসহ ১২জনকে আটক করা হয়েছে। সোমাবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ও বকচরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে মূল পাচারকারিরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে থেকে একটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন,নগদ চার হাজার ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশী ২৪০টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহীম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), ছেলে মো. রাজ সিকদার (১৪), মেয়ে ইশা মনি (০৩), একই গ্রামের রহিদুর রহমানের মেয়ে সোহানা (০৭), নাটোর জেলার লালপুর থানার বাহাদিপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মো. শামীম আহমেদ (৪০),একই জেলা সদরের আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মল্লিকের মেয়ে নীলা মল্লিক (৩২), খুলনা জেলার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজিব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), অনুপম সরকারের স্ত্রী পিংকী বৈরাগী (২৬), তাদের ছেলে দেবরাজ সরকার (০৮), পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের পূর্ণেন্দু সানার ছেলে শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোঃ রহিম উদ্দিন মিয়ার মেয়ে রুমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জরিপের চর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মোছাঃ সুইটি ইসলাম (২২)।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী নীলডুমুর এর শ্যামনগরের অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধীনস্থ কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বক্কার সিদ্দিকের নেতৃত্বে কৈখালি সীমান্তবর্তী বকচরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতে পাচার হওয়ার আগেই নারী ও শিশুসহ ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, নগদ ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশী ২৪০টাকা।

তিনি আরো জানান, সোমবার বিকেল চারটার দিকে আরবিজি কোম্পানীর রয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নিজামুল হকের নেতৃত্বে সীমান্তবর্তী বকচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতে পাচারের আগেই ছয় জন বাংলাদেশী নারী ও শিশুসহ ছয়জনকে চারটি মোবাইল এবং নগদ ৪ হাজার ভারতীয় রুপিসহ আটক করা হয়। তবে পাচারকারি শ্যামনগর উপজেলার শৈলখালি গ্রামের জাহার আলীর ছেলে মানবপাচারকারী মো. মামুন (৩২) এবং শৈলখালী (কয়ালপাড়া) নূর আমিনের ছেলে মো. আইজুল (৩৮) পালিয়ে যায়। ভাল কাজ দেওয়ার নাম করে পাচারকারিরা আটককৃতদের ভারতে নিয়ে যাচ্ছিল বলে আটককৃতরা জানিয়েছে।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর জানান, এ ব্যাপারে রিভারাইন বিজিবি’র পক্ষ থেকে মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

(আরকে/এএস/এপ্রিল ২২, ২০২৫)



পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test