E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘তুই ছাত্রলীগ করিস, এটাই তোর অপরাধ’

২০২৫ এপ্রিল ২১ ১২:৪৫:৪৯
‘তুই ছাত্রলীগ করিস, এটাই তোর অপরাধ’

স্টাফ রিপোর্টার : নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতন করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) গান বাজিয়ে রিকশায় ঝুলিয়ে শহরে ঘোরানো হচ্ছে।

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর বলেন, ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের সঙ্গে রাজনীতি করে। কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুইয়ে ডিভাইডারের সঙ্গে বারবার মারছিল। এসময় আমার পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা। এভাবে পুরো শহর ঘোরায়। আমি বারবার বলছিলাম, আমার অপরাধ কী? তারা বলছিল ‘তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ’। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা-মায়ের কাছে তুলে দেয় তারা।

এ বিষয় জানতে চাইলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে (কদরকে) মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিই। বিষয়টি আসলেও ভালো হয়নি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আমি জানি না। শুনে বিস্তারিত জানাতে পারবো।

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test