E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬ লেনের মহাসড়ক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন

২০২৫ এপ্রিল ২০ ১৮:২৩:১৭
৬ লেনের মহাসড়ক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ফরিদপুরের ভাঙ্গা থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ছয় লেন বিশিষ্ট মহাসড়ক এবং চীন সরকার কর্তৃক বিশেষায়িত হাসপাতাল বরিশাল বিভাগে করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে নগরীর সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দুই লেনের মহাসড়ক হওয়াতে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পরতে হয়। দুর্ঘটনা এবং প্রাণহানি থেকে রেহাই পেতে দ্রুত মহাসড়ক ছয়লেনে উন্নীত করার কাজ শুরু করতে হবে।

অপরদিকে বরিশাল বিভাগের যেকোনোস্থানে চীন সরকারের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি করা হয়। সমাবেশে চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চাঁন, বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/এপ্রিল ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test