E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগ্নেয়াস্ত্র-গুলিসহ সুন্দরবনের দুই বনদস্যু আটক

২০২৫ এপ্রিল ১৯ ১৯:৫১:২৪
আগ্নেয়াস্ত্র-গুলিসহ সুন্দরবনের দুই বনদস্যু আটক

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনে জেলে বনজীবীদের অপহরণ করে মুক্তিপনের দাবীতে দাপিয়ে বেড়ানো বনদস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগীকে যৌথ অভিযান চালিয়ে আগ্নেঅস্ত্র ও গোলবারুদসহ আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। কোস্টগার্ডের ঢাকার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন। 

কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, পশ্চিম সুন্দরবন বিভাগের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্র্ধষ বনদস্যু করিম শরিফ বাহিনী দলবল নিয়ে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান শুরু করলে বনদস্যু দলটি সুন্দরবনে গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর সহযোগী আল আমিনকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদ করে খুলনা থেকে করিম শরিফ বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী বাবুকে আটক করা হয়। আটককৃরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফের সাথে দস্যুতা ও অস্ত্র, গোলাবারুদ ও রসদ দিয়ে সহযোগিতা করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালসহ আটক দুই বনদস্যুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

(এস/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test