E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৫ এপ্রিল ১৯ ১৯:৩৫:৪৩
বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপন মারমা, রাঙ্গামাটি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে রাঙ্গামাটি কাপ্তাই ৪১ বিজিবি ওয়াগ্গা জোন ব্যাটালিয়ন ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজিবি রাঙ্গামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে কমান্ডার, ফিল্ড ইন্টেলিজেন্স গ্রুপ, চট্টগ্রাম, সিও ৫৬ ই বেঙ্গল, সিও ১০ আরই ব্যাটালিয়ন, পরিচালক ৩৫ আনসার ব্যাটালিয়ন, পরিচালক ২ আনসার ব্যাটালিয়ন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্যে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবি’র অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবি'র ওপর অর্পিত যে কোনো দায়িত্ব পালন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

(আরএম/এসপি/এপ্রিল ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test